যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা: সিলেটের ২ যুবক নিহত, আহত ১
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে মিশিগানের হ্যামট্রামিক শহরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় রবিউল ও আশিষ নামের দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ওমর নামের এক যুবক।
স্থানীয় সময় শনিবার রাত তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) রাতে প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হন তারা। এসময় বেপরোয়া গতিতে কার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।
নিহত দুজন সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামের রবিউল আলম (১৯) এবং সুনামগঞ্জের আশিষ দিবাকর পাল (২০)। এদের মধ্যে রবিউল মিশিগানের হ্যামট্রামিক সিটিতে এবং আশিষ মিশিগানের স্টার্লিং হাইটে বসবাস করতেন।
আহত ওমর হাদী হ্যামট্রামিকের ক্যানিফোরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
উল্লেখ্য, রবিউলের বাবা ও এক ভাই এর আগে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।