জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ড, ৪টি বসতঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৬, ৯:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটে লাখের পাড় গ্রামে বিদ্যতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সূত্রে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টার দিকে বিদ্যুতের আশঙ্কিত শটে শুক্কুর মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দ্রুত আগুন বাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে তার পার্শ্ববর্তী বাড়ি শহিদ মিয়া, তাহের মিয়া, ও মুর্শেদা বেগমের বসত ঘরসহ নগদ অর্থ ও ব্যাবহৃত বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের ফলে পার্শ্ববর্তী বাড়ি ব্যাবহৃত মালামাল সরিয়ে ফেলা হয়। স্থানীয় জনতা এগিয়ে এসে প্রায় তিন-ঘন্টা চেষ্টা চালিয়ে দেশিয় পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রনে আনেন।
অগ্নিকান্ডে সব কিছু হারিয়ে ক্ষতিগ্রস্থ্য’রা নিঃস্ব হয়ে মাথায় হাতদিয়ে খোলা আকাশের নিচে আহাজারী করছে। ক্ষতিগ্রস্থ শুক্কুর মিয়া তিনি জানান, রবিবার রাত ৮টায় পরিবার নিয়ে ঘরে বসে ছিলাম। বিদ্যুৎ ছিলনা হঠাৎ আশস্কিত বিদ্যুৎ আসলে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়লে আমার বাড়িসহ পুড়ে যায় পার্শ্ববর্তী বাড়ি গুলো। দিনমজুরী কাজ করি আমি দিন আনি দিন খাই। এ অগ্নিকান্ড আমাকে নিঃস্ব করে দিয়েছে। নারী শ্রমিক মুর্শেদা বেগমের চোখের পানি যেন থেমে নেই। দুঃখে চোখের পানি বারবার মুর্ছে যাচ্ছিল তার।
তিনি জানান, মধ্য বয়েসেও শ্রমজীবি আমি। ছেলে মেয়ে নিয়ে দুঃখ-কষ্টে চলি। এমনিতেই নুন আনতে পান্তাফুড়ায়। পরিবার নিয়ে আমি এখন ঘরছাড়া।
এব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি ভাবে সহায়তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হবে বলেও তিনি জানান।