সিলেটে বাসচাপায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৬, ১:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর টুকেরবাজারে শ্যামলী পরিবহনের বাসচাপায় একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কে শ্যামলী বাস সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সা যাত্রী একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় অটোরিক্সা চালককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃদ্ধ যাত্রী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাসিন্দা। তবে অটোরিক্সা চালকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামলী বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি অটোরিক্সা চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে একজন নিহত হয়েছেন।