মৌলভীবাজারে ছেলের হাতে মা খুন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৬, ৯:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরে রিনা ভৌমিক (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে উৎপল ভৌমিক (৩২)।
রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের সৈয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর মায়ের লাশ ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখেন।
প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।