ভাষা হারিয়েছেন কামরান
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৬, ১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি-এ পরিচয়গুলোর সাথে নতুন আরো একটি পরিচয় যুক্ত হলো বদর উদ্দিন আহমদ কামরানের নামের পাশে। তিনি এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে সদস্য হিসেবে যুক্ত হয়েছে বদর উদ্দিনের নাম- শনিবার এ বার্তাটি জানাজানি হওয়ার পর থেকে কেবলই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করার ছবি একটু পরপরই ভেসে উঠছে। ভেসে উঠছে তার সাথে সেলফিবন্দি নেতাকর্মীদের ছবিও ।
ফুলের জলসায় কামরান যেনো ভাষাহীনই হয়ে পড়েছেন। কেন্দ্রীয় সংসদে জায়গা পাওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নেত্রী আমার প্রতি যে আস্থা রেখেছেন জীবন দিয়ে হলেও আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। তিনি বললেন, অসম্ভব ভালো লাগছে তার। সে ভালো লাগার মাত্রাটা কেমন জানতে চাইলে তিনি বললেন, সেটি প্রকাশের ভাষা তার জানা নেই। তার এ পদ পাওয়াকে নিজের রাজনৈতিক জীবনের একটি অর্জন হিসেবেই দেখছেন কামরান।