ঢাকা-সিলেট মহাসড়কে বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১, আহত ৩
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ৯:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসশাইর নামক স্থানে বাস ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই লিল বানু নামে এক শিশু নিহত হয়েছে এবং ৩ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বাস উল্লেখিত স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা অটোরিক্সার মধ্যে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার বানেশ্বর গ্রামের হান্নান মিয়ার মেয়ে লিল বানু (১১) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অটোরিক্সার যাত্রী খলিল মিয়া(৩০), রুবিনা (৩২), খাদিয়া খাতুন (১০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।