শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, সাংবাদিকের বাসায় ডাকাতির চেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ২:০১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার ব্যবসায়ী আলফু মিয়ার বাসার অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। ২৯ অক্টোবর শনিবার ভোর রাতে মুখোশধারী একদল ডাকাত বাড়ির নৈশ প্রহরিকে বেঁধে রেখে পেছনের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী আলফু মিয়াসহ তার স্ত্রীকে ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়ের গলা ও কানের স্বর্ণের অলংকার, মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালসহ ছিনিয়ে নিয়ে যায়। অবস্থার বেগতিত দেখে আলফু মিয়া স্ত্রীকে বাচাঁতে এগিয়ে গেলে ডাকাতরা আলফু মিয়ার বাম পায়ে আঘাত করলে পা টি ভেঙ্গে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য জনাব মাহবুবুর রাহমান এবং এস আই রাব্বি’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান আলফু মিয়া। এদিকে একই রাতে সাংবাদিক আবুজার বাবলার বাসার দরজা ভাঙ্গার শব্দে তাদের ঘুম ঙেঙ্গে গেলে আবুজার বাবলা দরজায় ভিতর থেকে বাসার সবাই চিৎকার করলে পালিয়ে যায় বলে তিনি জানান। ডাকাতির ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী ভানুলাল রায় সহ এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যপারে শ্রীমঙ্গল থানা সেকেন্ড অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় ডাকাতরা মালামাল না নিয়েই পালিয়ে যায়। তবে ডাকাতদল পালিয়ে যাওয়ার রাস্তায় একটি ধানী জমি থেকে লুট হওয়া আলফু মিয়ার বন্ধুকটি উদ্ধার করা হয়েছে।