কাল সিলেটে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৬, ৮:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আগামীকাল শনিবার (২৮/১০/১৬) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন সিলেট নগরী ও পল্লীবিদ্যুৎ-১ ও ২ এর আওতাধীন সিলেট নগরীর আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস এ জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদনের কারণে এ সময় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরীর অন্তর্গত বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ১ ও ২ আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।