বেহাল দশায় সুনামগঞ্জের তাহিরপুর-আনোয়ারপুর সড়ক, দেখার যেন কেউ নেই
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৬, ২:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তাহিরপুর-আনোয়ারপুর বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে বড় বড় গর্ত ও ভাঙ্গনের ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানা-খন্দে ভরপুর ও ভাঙ্গন থাকায় দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে এই সড়ক। আর এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এছাড়াও এ সড়ক দিয়েই বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের বড় বড় কর্মকর্তাগণ আসছেন টাংগুয়ার হাওরে বেড়াতে। এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে উপজেলাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা দেখার যেন কেউ নেই।
জানা যায়- তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করার একমাত্র সড়ক এটিই। এ সড়ক দিয়ে সারা বছর পার্শবর্তী বিশ্বম্ভরপুর উপজেলা দিয়ে জেলা সদরে প্রতিদিন যাতায়াত করছে ৫ লক্ষাধিক মানুষ। আর তাহিরপুর উপজেলায় পর্যটন সমৃদ্ধ টাংগুয়ার হাওর থাকায় দেশ-বিদেশের হাজারো পর্যটক ও পার্শবর্তী জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে এবং আশপাশের বিভিন্ন গ্রামের জনসাধারণ বেড়াতে প্রতিদিন সিএনজিচালিত অটোরিক্শা, প্রাইভেটকার ,লাইটেস দিয়ে আসছে।
সুনামগঞ্জ জেলার সুরমা নদীর উপর আব্দুর জহুর সেতু চালু হওয়ার পর বাস, ট্রাক, মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিক্শা, টমটমসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। এছাড়াও এ সড়ক ব্যবহার করে যাত্রী পরিবহন ছাড়াও ব্যবসায়ীদের তাদের বিভিন্ন মালামাল নিয়ে আসছে তাহিরপুর উপজেলায়।
এক বছর পূর্বে এ সড়কে নিম্নমানের কাজ করায় সড়কের ঢালাই উঠে প্রায় ২০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে প্রয়োজনীয় সংস্কার না-করায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সর্বস্তরের জনসাধারণ।
গুরুত্বপূর্ন এ সড়কটি সংস্কার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরও কর্ণপাত করছেন না তারা। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ সড়ক দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিক্শা, লাইটেসচালক, যাত্রী, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বেড়াতে আসা পর্যটক, ব্যবসায়ীরা বলেন- জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের এই বেহাল অবস্থা খুবই দুঃখজনক।
‘আমরা হাওরবাসী’ সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সমন্বয়ক ফেরদৌস আলম জানান- গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রয়োজনীয় সংস্কার না-করা ও বিকল্প সড়কের ব্যবস্থা না-থাকার কারণে আমরা সবাই দুর্ভোগ পোহাচ্ছি। সড়কটি মেরামত করা খুবই প্রয়োজন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান- আমি প্রতি মাসে জেলায় মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার করার বিষয়ে বার বার বলেছি। কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।