এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা’র সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ৯:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা’র সাংস্কৃতিক সন্ধ্যা ২৮ অক্টোবর শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি।
এছাড়াও সিলেটের সাংস্কৃতিক অঙ্গণের গুণীজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতিজ্ঞাপন করেছেন। ৪র্থ বারের মতো আয়োজিত মোহনা সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হবে দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক সংগীত, দর্শকদের জন্য বিশেষ পর্ব, একক নিত্য, ফ্যাশন শো, নাটিকা সহ অন্যান্য আয়োজন।
অনুষ্ঠানে সভার উপস্থিতি কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি শামসুদ্দিন শামস্ ও সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিন।