সিলেটে মিসবাহ সিরাজকে সংবর্ধনা, শহীদ মিনার অবমাননা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ৬:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শহীদ মিনার অবমাননা করে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে সংবর্ধনা দিলো সিলেটের আওয়ামীলীগ। সংর্বধনা অনুষ্ঠানে জাতীয় চেতনার প্রতীক শহীদ মিনারের বেদীতে জুতা নিয়ে উঠতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় নগরীর জিন্দাবাজর চৌহাট্টা সড়কেও যানচলাচল বন্ধ করে দেয় নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক পদে তৃতীয় বারের মত অভিষিক্ত হওয়ায় মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবর্ধনা আয়োজন করে সিলেট আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন। অয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি অবহেলা, অমর্যাদা, জনদূর্ভোগ ও উত্তেজনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে নবগঠিত কমিটিতে স্থান পাওয়া এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শফিকুর রহমান চৌধুরী। সিলেট মহানগর আওয়লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান ও আসাদ উদ্দিন সহ নেতাকরার্মীরা শহীদ মিনারে পৌছালে এমন ন্যাক্কার জনক ঘটনার সৃষ্টি হয়।
এসময় দেখা গেছে নগরীর প্রধান সড়ক বন্ধকরে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদে মোবাইল ফোনে সেলফী তোলায় জনদূর্ভোগ সৃষ্ট হয়।
নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারের বেধিতে ফুল দেয়া নিয়ে ঠেলা ধাক্কার কারনে মহানগর আওয়মীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের করা হুসিয়ারীর মাধ্যমে নিয়ন্ত্রনে আসে। দেশ ও মাটিকে ভালবাসে মিসবাহ উদ্দিন সিরাজ নেতাকর্মীদের নিয়ে আসা ফুলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্যে আহবান করলে অঙ্গসংঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার বদলে পায়ে জুতা নিয়ে অমর্যাদা ও অবহেলা করার ন্যায় ফুল দিয়ে চলে যায়।
এব্যাপারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, মিসবাহ উদ্দিন সিরাজ ভাই, কামরান ভাইসহ নেতৃবৃন্দরা জুতা খুলেই বেদিতে উঠেছিলেন। কিন্তু অনেক নেতাকর্মীরা দেখেছি জুতা নিয়ে বেদিতে উঠেছেন। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। তাদের নেতাকর্মীদের কাছ থেকে এ ধরনের আচরণ আশানুরূপ নয়।