মাদরাসা শিক্ষা ব্যতীত ইসলাম ধর্ম কল্পনা করা যায়না -মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ১২:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মুসলিম উম্মাহর ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক হলো মাদরাসা শিক্ষা। মাদরাসা শিক্ষা ব্যতীত ইসলাম ধর্ম কল্পনা করা যায়না। মুসলমানদের ঈমান, আক্বীদা, আমল, আখলাক সবই মাদরাসা শিক্ষার ফলিত ফসল। এই শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব। তিনি সর্বস্থরের মুসলমানদের বিশেষত দেশী-বিদেশী বিত্তবানদের মাদরাসার উন্নয়নমূলক মহতী কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা দেশ-বিদেশে ইলমে হাদিস প্রচার-প্রসারের এক অনন্য সুতিকাগার। এ মাদরাসার উন্নয়নকল্পে বৃত্তবানদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বুধবার আয়োজিত দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি মাস্টার রঈছ উদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কামাল বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সোবহানীঘাট কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, বিশ্বনাথ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়া, গভর্নিং বডির সদস্য মহিবুর রহমান, আসম গিলমান, পনাউল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, মেম্বার এনামুল হক, নুরুজ্জামান, ফয়সল আহমদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশীদ আহমদ চৌধুরী, প্রভাষক মাওলানা মুনির উদ্দিন, আলীনূর হোসেন বিপ্লব, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আখম নোমান, শিক্ষক মাওলানা আবুল ফয়েজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা ছাদিকুর রহমান অলংকারী ও মাওলানা খছরুজ্জামান প্রমুখ। মাদরাসার অর্থিক সহযোগীতা করার একাউন্ট নাম্বার A/C Name: Satpur kamil Madrasah. A/c Number: 12758. Islami Bank Ltd. Biswanath Branch. বিজ্ঞপ্তি