কায়ান্টের প্রভাবে সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি, দুর্ভোগ নগরবাসীর
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ১২:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে সিলেটে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। কখনও মুষলধারে কখনও বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজপথে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মক্ষেত্রের উদ্দেশে রওনা হওয়া ব্যক্তিরা। স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। ব্যস্ততম নগরে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি আটকে যানবাহন সংকট দেখা দিয়েছে। রিক্সা-সিএনজিচালিত অটোরিক্সা চালকরা অন্যদিনের তুলনায় বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় কায়ান্ট দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে শুক্র বা শনিবার নাগাদ অন্ধ্র উপকূলের কাছকাছি পৌঁছাতে পারে। তবে ইতোমধ্যেই এই ঘুর্ণিঝড়ের প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।
বুধবার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে আজ বৃহস্পতি ও শুক্রবার সাড়া দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। ওই সময়ে সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা বা ভারী বৃষ্টিপাত হতে পারে।