বাজারে আসতে শুরু করেছে নতুন সবজি, দাম চড়া
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৬, ৬:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কার্তিকের মাঝামাঝিতে এসে হাল্কা শীত পরতে শুরু করেছে। নগরীতে এর আভা ঠিক সেভাবে বুঝা না গেলেও শহরতলী বা শহরের বাইরে এর অনুভব ঠিকই আঁচ করা যায়। হাল্কা শীতের সাথে সকালের শিশির নতুন তরকারি বা সবজির জন্য খুব উপকারী। আর তাই এসময় চারদিকে আয়োজন চলে সবজি চাষের। বিশেষকরে শীতকালীন সবজি নিয়ে মাঠে মাঠে ভোর থেকে ব্যস্ত সময় কাটান সবজি চাষীরা।
এরই মধ্যে কিছু কিছু সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে সেসব সবজি এখনো সাধারণ ত্রেতাদের নাগালের অনেকটা বাইরে। এই সময়ে এসে বাজারে সবজির দাম কিছুটা চড়া থাকায় ক্রেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা বলছেন, দাম খুব একটা বেশি হয়নি। মূলত যেসব সবজির যোগান কিছুটা কম সেগুলো হাল্কা দাম বেড়েছে। এর বাইরে কিছু সবজির দাম গত হপ্তার তুলনায় কমেছে। নুতন সবজি এখন যেভাবে আসার কথা ঠিক সেভাবে বাজারে আসেনি। এজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
নগরীর রিকাবীবাজারের তরকারী বিক্রেতা আব্দুল জব্বার জানান, এবার পানির জন্য আগেবাগে সবজি চাষ সম্ভব হয়নি। নতুন সবজি এলে দাম আরো কমবে। গত হপ্তার তুলনায় এহপ্তায় পেপের দাম কিছুটা বেড়েছে। মূলত বাজারে যোগান না থাকায় এটা হচ্ছে। তবে কিছুকিছু শাকসবজির দাম কমেছে। সামনে আরো কমবে।
বুধবার সিলেট নগরীর বন্দরবাজার, কাজির বাজার, রিকাবীবাজার, আম্বরখানা বাজার, মদীনামার্কেট ঘুরে দেখা গেছে বাজারে নতুন নতুন কিছু মৌসুমী সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে দাম কিছুটা বেশি। নতুন সবজির মধ্যে লালশাক, কপি, সিম, নতুন আলু, টমেটোবাজারে এসেছে । এর বাইরে মূলা, চিচিঙ্গা, করলা, গাজর এসেছে বেশ কিছুটা আগে থেকে।
তবে লালশাক ছাড়া বাকি সবগুলোর দাম বেশ চড়া। লালশাকের দাম কিছুটা কম। এই শাক আটিপ্রতি বিক্রী হচ্ছে পাঁচটাকা। যা গত হপ্তায় ছিলো আট থেকে দশটাকা। নতুন লাউ বিক্রী হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। যা গত হপ্তায় ছিলো ৩০ থেকে ৩৫ টাকা। ফুলকপি কেজিপ্রতি ৫০ থেকে ৫৫। সিমের দাম কিছুটা কমে দাড়িয়েছে কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকা। যা গত হপ্তায় ছিলো ১৫০ থেকে ১৬০ টাকা। বরবটি আটিপ্রতি ৪০ থেকে ৫০। নতুন আলু কেজি বিক্রী হচ্ছে ৫০ থেকে ৬০টাকা। ধনে পাতার দাম কমেছে। গত হপ্তায় এর দাম ছিলো ১০০ টাকা যা এখন বিক্রী হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে।