সিলেটে গলায় ফাঁস লাগিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৬, ১:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় সুইটি দাস (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে পৌর সদরের উত্তর বাজারের একটি বাসায় এ ঘটনা ঘটে।
সুইটি গোলাপগঞ্জ উপজেলার বরায়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। তাদের গ্রামের বাড়ী উপজেলার বাঘার লালনগর গ্রামে।
জানা যায়, সুইটি তার মা সুমতি রাণী দাস ও ছোট বোন পিংকি দাসের সাথে উপজেলার পৌর সদরের উত্তর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতো। সুইটির মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি’য়ের কাজ করতেন। সুইটির মা প্রতিদিনের মতো অন্যের বাসায় কাজ করতে চলে যান। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজাটি বন্ধ।
তিনি দরজা খোলার জন্য সুইটিকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখতে পায় সুইটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। তদন্ত শেষে জানা যেতে পারে।