শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ৪:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর ফাঁড়ির পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো- মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের ব্রহ্মণগ্রাম (মিশিন হাটি) গ্রামে মৃত ইছাক মিয়ার পুত্র তছকির মিয়া (৪২)।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ীকে আটক করে ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু সাঈদ সোমবার রাত সাড়ে ৭টার দিকে মাদক ব্যবসায়ী তছকিরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তছকির মিয়াকে তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে আটক করে সোমবার রাত ১০টায় মৌলভীবাজার মডেল প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানা পুলিশ আটককৃতকে জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু সাঈদ বলেন- প্রতিদিন শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হবে। ঐলাকায় অসামাজিক কার্যকলাপ নির্মূলের লক্ষ্যে পুলিশ কাজ করে যাবে।