হ্যাটট্রিক করলেন মিসবাহ সিরাজ!
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ৩:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে থেকে হ্যাটট্রিক করলেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মঙ্গলবার দলের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে আরও ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে তৃতীয় বারের মতো মনোনিত হন মিসবাহ সিরাজ।
তিনি ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পাওয়া অন্য সাতজন হলেন আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
এর আগে সম্মেলনের দ্বিতীয় দিনে ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন।
মিসবাহ উদ্দিন সিরাজ প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। এক-এগারো পরবর্তী সময়ে সংস্কারপন্থির তকমা জুটায় আওয়ামী লীগের ডাকসাইটে নেতা ছাত্রলীগের এক কালের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের দল থেকে ছিটকে পড়ায়ই মূলত কপাল খুলে মিসবাহ উদ্দিন সিরাজের। ২০০৯ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ১৮তম সম্মেলনে সিলেট বিভাগের কোটায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তখনকার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে টপকে মহানগরের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়াটা তখন চমক হয়েই এসেছিলো। ২০১২ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ১৯তম সম্মেলন। এ দফায়ও তার উপরই ভরসা রাখে দল। সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব আবারও মিসবাহ সিরাজেরই কাঁধে তুলে দেওয়া হয়। শেষমেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে থেকে হ্যাটট্রিক করলেন মিসবাহ সিরাজ।