সুনামগঞ্জে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ৩:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মইদর মিয়া (৩২) নামে এক যুবকে নিহত হয়েছেন। নিহত মইদর মিয়া দক্ষিন বড়দল ইউনিয়নের বিন্দারবন গ্রামের আব্দুল আহাদের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে ৬জনের নাম উল্লেখ্য করে তাহিরপুর থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার মধ্য রাতে দু-জন কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গত শনিবার (২২,১০,১৬ইং) সকালে দক্ষিন বড়দল ইউনিয়নের বিন্দারবন গ্রামে মইদুল ও তার ভাই আবু বক্করের সাথে তাদের আপন চাচা আব্দুল মোতালেব মিয়া (৬০) সাথে বাড়ির সামনের জমির আইল কাটা নিয়ে কথা কাটা-কাটি হয়। এক প্রর্যায়ে আব্দুল মোতালেবের লোকজন ও মইদুলের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু-পক্ষের ৬জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মইদর (৩২) ও তার ভাই আবু বক্কর (১৮) কে ঐ দিন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন তাদের অবস্থা অবনতি দেখে সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারগন উন্নত চিকিৎসার স্বার্থে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন। পরে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই ভাইকে ভর্তি করানো হয়।
দু-দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৪,১০,১৬ইং) রাত ন,টায় মইদুল মারা যায়। নিহত মইদরের মামা সামছুল হক ভাগ্নের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলা দায়েরের পর মঙ্গলবার মধ্য রাতে অভিযান চালিয়ে মামলায় উল্লেখিত ৬জনের মধ্যে ২জন কে গ্রেফতার করা হয়েছে।