কুলাউড়ায় সিলেটমুখী কালনী এক্সপ্রেসে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ১২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা থেকে সিলেটমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এক যাত্রীর মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও কূলাউড়ার মাঝামাঝি এলাকায় ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের একটা ‘বদ্ধ কামরায়’ এই ঘটনা ঘটে।
কূলাউড়া রেল স্টেশনের মাস্টার হরিপদ সরকার জানান, “ট্রেনের সব কামরার মধ্যে আন্তঃযোগাযোগের পথ থাকলেও যে কামরায় ডাকাতি হয় সেটি ছিল লোকাল ট্রেনের কামরা। সেটি বদ্ধ ছিল ফলে অন্য কামরার সাথে চলন্ত অবস্থায় যোগাযোগ ঘটেনি”
তিনি বলেন, “কূলাউড়া স্টেশনে ট্রেনটি থামার পর কয়েকজন যাত্রী নেমে জানান-আগে থেকে যাত্রীবেশে ওঠা কয়েকজন লোক অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।”