লন্ডন সিটি বিমানবন্দরে রাসায়নিক হামলা : অভিযোগে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ১১:০২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনের সিটি বিমানবন্দরে রাসায়নিক হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের এ বিমানবন্দরে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ায় অন্তত ২৫ জনের শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয় শুক্রবার। এ ছাড়া বিমানবন্দর থেকে ৫ শতাধিক যাত্রীকে সরিয়ে নেয়া হয়েছিল।
সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, রাসায়নিক পদার্থ ব্যবহার করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালানোর চেষ্টার অভিযোগে শনিবার ২৫ বছর বয়সী এক তরুণকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। পূর্ব লন্ডনের বাড়ি থেকে আটকের পর তাকে পশ্চিম লন্ডনের পুলিশ স্টেশনে নেয়া হয়।
শুক্রবারের ওই ঘটনায় বিমানবন্দরের কয়েক ডজন মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। পরে অনেককেই চিকিৎসা দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, সিএস গ্যাস অথবা স্প্রের কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছিল। ওই দিন বিকেল ৪টার কিছু পরে সতর্ক সংকেত বেজে ওঠার পর বিমানবন্দরের টার্মিনাল থেকে ৫ শতাধিক যাত্রীকে সরিয়ে নেয়া হয়েছিল।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, এ ঘটনায় দুজনকে হাসপাতালে নেয়া হয়েছিল। এ ছাড়া ঘটনাস্থলেই অন্তত ২৫ জনকে শ্বাস-প্রশ্বাস সমস্যার চিকিৎসা দেয়া হয়। যাত্রা শুরুর অপেক্ষায় থাকা সব বিমানের উড্ডয়ন বাতিল করা হয়। বিমানবন্দরগামী বিমানের গতিপথ বদলে দেশটির অন্যান্য বিমানবন্দরে অবতরণ করা হয়। স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, আটক তরুণকে আগামী নভেম্বর পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়েছে।
সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।