খাদিজাকে দেখতে হাসপাতালে কামরান
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ৯:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে স্কয়ার হাসপাতালে দেখে এসেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান।
হাসপাতাল থেকে বেরিয়ে কামরান জানান, তিনি যখন খাদিজাকে দেখতে যান তখন খাদিজা তাঁর দিকে তাকিয়েছিলেন। ধীরে ধীরে তাঁর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে।
এসময় হাসপাতালে থাকা খাদিজার বাবা মাসুক মিয়ার সাথে সাথে কথা বলেন কামরান।
কামরান খাদিজার বাবাকে বলেন, সরকার খাদিজার পরিবারের সাথে আছে, থাকবে এবং তাদেরকে নিরাপত্তা ও সব রকমের সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, বদরুল যেই দলেরই হোক না কেন দ্রুত বিচার আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ৩ অক্টোবর সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নিষ্ঠুরভাবে কুপিয়ে গুরুতর আহত করে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে বদরুল।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় খাদিজা বেগম নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।