ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ৬:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জোবাইদা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ২৮ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে তা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।