হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ -ফখরুল
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ৪:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য অ্যাড. আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আফসার আহমদ সিদ্দিকী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। এ কথার মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কী চায়, গণতন্ত্র আজ কোথায়!
বিএনপির মহাসচিব আরও বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে সব কয়টি নির্বাচনই অগ্রহণযোগ্য। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতেই এ কমিশন ব্যস্ত। এ নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত। সময় হলে বিচার করা হবে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে এ সরকার খেলছে। তারা অগণতান্ত্রিকভাবে আগামী ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র বিরোধী পাথর হয়ে জনগণের ওপর চেপে বসেছে এ সরকার। জাতীয় ঐক্যের মাধ্যমে এ সরকারকে সরাতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবর রহমান হাবিব প্রমুখ।