সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পালবাড়ি বাজার সংলগ্ন সিলেট-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফেঞ্চুগঞ্জের পালবাড়ি বাজার সংলগ্ন সড়কে যাওয়া মাত্রই বিপরীতগামী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য গাড়ির নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেওয়া হয়েছে।