নূর চৌধুরীকে ফেরত আনতে কানাডায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ১০:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনতে দেশটির সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কানাডার রাজধানী অটোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে মাহমুদ আলী দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আগামী মঙ্গলবার দুই মন্ত্রীর মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
সরকারি সূত্র বলছে, নূর চৌধুরীকে ফেরত আনতে সব আইনি জটিলতাকে বিবেচনায় নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
সূত্র জানায়, মাহমুদ আলী ফেরার পরে পরবর্তী আলোচনা এগিয়ে নিতে আইনমন্ত্রী আনিসুল হকের কানাডা সফরে যাওয়ার কথা রয়েছে।
বঙ্গবন্ধু হত্যাকারীদের কেউ যেনো রক্ষা না পায় সেজন্য পলাতক খুনিদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে কয়েকগুণ জোরদার করা হয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজে বের করতে নতুন করে আলোচনার ব্যাপারে একমত হন এই দুই নেতা।
প্রায় ২০ বছর ধরে নূর চৌধুরী কানাডায় বসবাস করছেন। বাংলাদেশে ফেরত এলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এমন যুক্তি দেখিয়ে দেশটিতে আশ্রয় নেন তিনি।