খাদিজাকে কুপিয়ে হত্যাচেষ্টা : শাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার বদরুল
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ৬:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমস নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেটের ২০১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন একজন সিন্ডিকেট সদস্য।
বদরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ০৮-০৯ সেশনের অনিয়মিত শিক্ষার্থী। গত চার অক্টোবর বদরুলকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
এছাড়া খাদিজাকে উদ্ধার কাজে ইমরানসহ অন্যান্য যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানানো হয় এ সিন্ডিকেট থেকে।