আরিফকে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ২:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলার আসামী কারাবন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া এই খবর নিশ্চিত করেছেন।
রোববার (২৩ অক্টোবর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে ছাড়পত্র দেন। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।