খাদিজার উপর হামলা : ছাত্রলীগ নেতা বদরুলকে আদালতে হাজির
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ২:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজা বেগম নারগিসের উপর বর্বর হামলকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আজ রবিবার (২৩ অক্টোবর) আদালতে হাজির করা হয়েছে।
মামলার ধার্য্য তারিখ হিসেবে আজ তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে ফের কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, খাদিজার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বল্পতম সময়ের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
প্রসঙ্গত, প্রেমের প্রস্তাব প্রত্যাখান হওয়ায় গত ৩ অক্টোবর পরীক্ষা থেকে বের হওয়ার এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নারগিসের উপর হামলা চালায় বদরুল। চাপাতি দিয়ে বদরুল খাদিজার মাথা থেঁতলে দেয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।