কাউন্সিলে গানের মধ্যে কাঁদলেন কামরান
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ১:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট সিটি করপোরেশনের দু’বারের মেয়র। তৃণমূল থেকে ওঠে আসা জনপ্রতিনিধি। গত নির্বাচনে পরাজিত হয়ে নগরভবনের কর্তৃত্ব হারালেও এখনো সিলেটের মানুষ তাকে মেয়র বা অভিভাবক হিসেবেই মনে করে। সুখে-দু:খে ছুটে যায় তার কাছে। কামরানও চেষ্টা করেন সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।
মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরানের রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষতা ছাড়াও রয়েছে অনেক গুণ। বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ছাড়াই তার দরাজ গলার গানে মুগ্ধ হয়েছেন সিলেটের মানুষ।
এবার সেই দরাজ কন্ঠের গান শুনলেন সারাদেশের আওয়ামী লীগের নেতারা। ২০তম জাতীয় কাউন্সিলে রবিবার দুপুরে বক্তৃতা করতে গিয়ে কামরান গাইলেন-যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই….।
কামরানের দরদী কন্ঠে গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত কাউন্সিলররা। চোখ ভিজে আসে কামরানেরও।