সিলেটে ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতা–কর্মীদের আসামি করে মামলা
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ১০:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের স্টেডিয়াম মার্কেট এলাকায় গত বুধবার রাতে রোগনির্ণয়কেন্দ্র ও তিনটি ওষুধের দোকান ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের এক কর্মী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কর্মী অনিক দাসের করা এ মামলায় আসামি করা হয়েছে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত একটি ওষুধের দোকানের স্বত্বাধিকারী ও নগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদসহ ছাত্রদলের ১৭ জন কর্মীকে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ দের অনুসারী ছাত্রলীগের একটি পক্ষের চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। কিন্তু মামলার বাদী ছাত্রলীগের কর্মী অনিক অভিযোগ করেছেন, ছাত্রদলের নেতা কাউসার কয়েকজন কর্মীকে ধরে নিয়ে মারধর করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।