গায়ে হলুদ অনুষ্ঠানে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ১০:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মুন্সিগঞ্জের শ্রীনগরে খালাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক বাকপ্রতিবন্ধী তরুণী।
এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় শ্রীনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসুর গ্রামের ওই তরুণী পরিবারের সঙ্গে পূর্ব কামারগাঁও এলাকায় খালাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। রাত ১১টার দিকে নাচ-গান চলার সময় লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত নাসির খানের ছেলে যুবরাজ খান (৩৫) ওই তরুণীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
পরে ওই তরুণী ঘটনাটি ইশারায় তার স্বজনকে জানালে যুবরাজ কৌশলে সটকে পরে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মিন্টু মণ্ডল জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।