‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ২:১৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই নিসচা’র জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৬ পালন উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২অক্টোবার) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই নিসচা’র উদ্যোগে শহরের উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ রোডস্থ নিসচা’র অফিসের সামনে শেষ হয়।
উলেখ্য ১৯৯৩ সালের (২২অক্টোবার) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই থেকে নিরাপদ সড়ক চাই নিসচা’র জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করে আসছে।
আলোচনা সভায় নিসচা’র শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা’র শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, এম এ মালেক, সহ সভাপতি ছালেহ আহমেদ, সহ সম্পাদক শেখ সারোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা রহিমা বেগম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন ।