আ’লীগের সম্মেলনে নেই খালেদা এরশাদ রওশন : আছেন বি চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ১:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিশ্বের ১১টি দেশের ৫৫ জন প্রতিনিধি যোগদান করলেও দেশের রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ যোগদান করেননি। তবে সম্মেলনে যোগ দিয়েছেন বিকল্প ধারা সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
ক্ষমতাসীন দলের এ জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো এবং গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের পর অনেকেই ভেবেছিলেন খালেদা জিয়া না হোক দলের শীর্ষ নেতাদের কেউ সম্মেলনে যোগদান করবেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা) তাদের কাউকে সম্মেলনে দেখা যায়নি।
এদিকে, সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ না থাকায় অনেকেই হতবাক হয়েছেন। এরশাদ ও রওশন এরশাদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে বলেও করছেন রাজনৈতিক মহল। তবে এরশাদ রওশন এরশাদ যোগদান না করলেও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সম্মেলনে উপস্থিত রয়েছেন।
এছাড়া ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন, জাসদ (একাংশ) নেতা হাসানুল হক ইনু, আ স ম আবদুর রব, জাসদ (একাংশ) নুরূল হক আম্বিয়া, কমিউনিস্ট পার্টি মঞ্জুরুল আহসান খান প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর পর আজ (শনিবার) সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই সম্মেলন শুরু হয়।