তৈলাক্ত মুখের তেলতেলে ভাব কমান ঘরোয়া উপায়ে
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ১০:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
তৈলাক্ত ত্বকের জন্য দামি প্রোডাক্ট ব্যবহার করেছেন অনেক কিন্তু ডেবিটের চেয়ে ক্রেডিট বেশি? ত্বকের যত সমস্যা সব কিছুর মূলেই ‘তেল’৷ কীভাবে ত্বকের তেলাভাব থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন জেনে নিন
১) ডিমের সাদা অংশ ত্বকের তেলাভাব কমানোর ক্ষেত্রে বিশেষ উপযোগী৷ ডিম থেকে সাদা অংশ আলাদা করে অল্প ফেটিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন৷ সপ্তাহে ২ দিন নিয়ম করে এটি মুখে লাগালে উপকার পাবেন৷ এর সঙ্গে অর্ধেক লেবু মিশিয়ে ১৫ মিনিট লাগিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের অতিরিক্ত তেলাভাব কমবে৷
২) টক দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং তেলতেলে ভাব কমায়৷ নিয়ম করে দিনে একবার এক টেবিল চামচ টক দই মুখে লাগান৷ মিনিট ১৫ পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন৷
৩) লেবুর রস শুধু ত্বকের তেলাভাব কমায় না, বরং ত্বককে ডি-ট্যান করে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে৷ লেবুর রস সামান্য পানিতে মিশিয়ে তা তুলো দিয়ে মুখে লাগান৷ ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷ এছাড়া এক টেবিল চামচ লেবুর রস, আধ টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ১০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন৷ নিয়ম করে করলে এক সপ্তাহেই উপকার বুঝতে পারবেন৷
৪) টমেটো কোয়া করে কেটে মুখে মিনিট ১৫ ঘষে নিন৷ তারপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে মাইল্ড ও অয়েল ফ্রি ময়শ্চারাইজার লাগান৷ উপকার পাবেন৷
৫) আপেল কুড়িয়ে নিয়ে তার মধ্যে টক দই ও লেবুর রস ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ১০ মিনিট মত রেখে মুখ ধুয়ে ফেলুন৷ এছাড়া শুধু কুড়ানো আপেল মুখে মাখলেও তেলতেলে ভাব কমবে৷
৬) রাতে ঘুমাতে যাওয়ার আগে শসা কেটে ভালো করে মুখে ঘষে নিন৷ সকালে ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে নিন৷
৭) প্রতিদিন রাতে দুই টেবিল চামচ দুধে অল্প স্যান্ডালউড বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তুলো দিয়ে তা মুখে লাগিয়ে নিন৷ এবার মুখে ম্যাসাজ করুন ভালো করে যাতে ব্লাড সারকুলেশন ভালো হয়৷ পরদিন সকালে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন৷
এক্সট্রা টিপস
বার বার মুখ ধোবেন না৷ কারণ তেল আপনার ত্বককে সুরক্ষাও দেয়৷ সবসময় তেলাভাব খারাপ নয়৷
সকালে ও রাতে ভালো করে মুখ ধুয়ে নেবেন৷
শিয়া বাটার বা পেট্রোলিয়াম যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবেন না৷
টিস্যু ক্যারি করুন৷ মুখ খুব তেলতেলে হয়ে গেলে ব্যবহার করতে পারবেন৷