সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ৮:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর জল্লারপাড়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টায় পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’র সমর্থিত ছাত্রলীগ কর্মী জাহেদের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্রলীগ কর্মী হঠাৎ করে জল্লারপাড়ে বিধান সমর্থিত ছাত্রলীগের বিজিত ও গৌরাঙ্গর কর্মীদের অস্থায়ী কার্যালয় রাতুল প্লাজায় অতর্কিতভাবে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের গ্লাস ভাংচুর করে। এসময় বিজিত সমর্থিত কর্মীরা পিযুষ সমর্থিত কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। জানা যায়, বিগত ২দিন আগে বিধান সমর্থিত ছাত্রলীগ কর্মী কাওছার কে আয়েশা মেডিকেলের সামনে মারধর করে গুরুতর আহত করে। এর জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ শুক্রবার উত্তেজনার এক পর্যায়ে এ মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।