আওয়ামী লীগের জাতীয় সম্মেলন : শনিবার বন্ধ থাকবে যেসব সড়ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ২:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হবে। নেতা-কর্মীদের মিছিল ও গাড়ি রাখার কারণেও কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটা থেকে ভিআইপি সড়কের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি, কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। সম্মেলন শুরু হওয়ার পরে কিছু সময়ের জন্য রাস্তাটি ছেড়ে দেওয়া হলেও এরপর আবার বন্ধ করে দেওয়া হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তাগুলোতে চান চলাচল বন্ধ থাকবে। শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে। কাঁটাবন থেকেও শাহবাগের দিকেও কোনো যানবাহন আসতে পারবে না।
পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট, কাঁটাবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কের দুই পাশ পুরোপুরি বন্ধ থাকবে, কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদের দিকে কোনো গাড়ি আসবে না। কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমির গ্যাপ, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিলর, প্রতিনিধি, অতিথি, নেতা-কর্মীসহ আগতদের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।