সিলেটে শুক্রবার থেকে বক্স অফিসে ঝড় তোলা ‘আয়নাবাজি’
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ১২:২৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সম্প্রতি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তোলা অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র আয়নাবাজি শুক্রবার (২১ অক্টোবর) সিলেটের তালতলার নন্দিতা সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
দেশের বিভিন্ন সিনেমাহলে তুমুল দর্শক নন্দিত হবার পর অবশেষে সিলেটে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্রটি।
নন্দিতা সিনেমা হল সূত্র জানা গেছে শুক্রবার থেকে প্রতিদিন এই সিনেমার ৪টি শো চালানো হবে। প্রতিদিনের শো টাইম-সকাল ১১.৩০টা/ দুপুর ৩টা / সন্ধ্যা ৬টা / রাত ৯টা। শো শুরুর আগে সিনেমা হলের কাউন্টার থেকেই টিকেট সংগ্রহ করা যাবে।
আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া প্রমুখ।