দুই ছাত্রীর ওপর হামলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বখাটের দোকান ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৬, ৮:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে পেটানোর ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা করিমের দোকান ভাঙচুর করেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিসিআইসি কলেজের সামনে মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা এ ভাঙচুর করেন।
মানববন্ধন চলাকালে কলেজের একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী করিমের ‘অহনা ফাস্ট ফুড’-এ হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটল পুলিশের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা জানান, গতকালের হামলার ঘটনায় মানববন্ধন করছিল বিসিআইসি কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজের শিক্ষার্থীরা জীবন করিমের দোকান ভাঙচুর করে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফেরত পাঠিয়েছি।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বখাটেরা। তাদের পিটুনীতে দুই ছাত্রীর মধ্যে একজনের পা ভেঙে যায়। আহত হন অন্য ছাত্রী।
এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা করেন। এ হামলার ঘটনায় লুৎফুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত জীবন করিম এখনো পলাতক।