মামলার বাদিকে ফাঁসানোর চেষ্টায় সিলেটে হোটেল মালিক গ্রেফতার: ৩ টি মামলা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৬, ৩:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে মামলার বাদিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক হোটেল মালিক। তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার বাদিকে তার হোটেলে এনে আটক করে তার ব্যাগে গুলি ও ইয়াবা রেখে ফাঁসাতে চেয়েছিলেন তিনি। গ্রেফতারকৃত আব্দুল হাকিম সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক।। তিনি সিলেটের ওসমানী নগর উপজেলার মাটিয়াখাড়া গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে। মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাকে ওই হোটেল থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও এব বোর্ডার আটকে রেখে নির্যাতনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ওসমানীনগর থানায় মারামারি সংক্রান্ত একটি মামলার এজাহারে ৩নং আসামি করা হয় আব্দুল হাকিমকে। মামলার বাদি হবিগঞ্জ জেলা সদরের বাউশা এলাকার আনফর উল্লাহর ছেলে মনির হোসেন। আসামি হাকিমের সন্ধানে মঙ্গলবার বাদি মনির হোটেল মেট্রোতে আসেন। এসময় আব্দুল হাকিম তাকে দেখামাত্র হোটেল কর্মচারীদের দিয়ে আটকিয়ে বেধড়ক মারপিট করেন। পরে তাকে ফাঁসানোর জন্য একটি ব্যাগে ৩টি শর্টগানের গুলি ও ২০পিস ইয়াবা রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য কর্মচারীদের পৃথক জিজ্ঞাসাবাদে করে নিশ্চিত হয় মনিরকে আগ্নেয়াস্ত্রের গুলি ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন হোটেল মালিক আব্দুল হাকিম। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এছাড়া আহত মনিরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, গ্রেফতারকৃত আব্দুল হাকিম তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার বাদিকে আটকে রেখে মারধোর করে গুলি ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বোর্ডার আটকে রেখে নির্যাতনের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে।