সিলেটে দুর্নীতি মামলায় ভূমি কর্মকর্তা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ১০:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে বদরুল আলম চৌধুরী(৫১) নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।
বুধবার (১৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে সিলেট জোনাল সেটেলমেন্ট কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বদরুল আলম চৌধুরী জকিগঞ্জ উপজেলার বদেদেওরাইল গ্রামের মৃত আতিকুলবারী চৌধুরীর ছেলে। তিনি সিলেটের কোম্পানিগঞ্জে সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি আজমীরিগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার ও সিলেটের বালাগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসারের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
দুদক সিলেট অফিস সূত্র জানায়, বদরুল আলম চৌধুরী কোম্পানিগঞ্জে আপিল অফিসার ও সহকারী সেটেলমেন্ট অফিসার থাকাবস্থায় ওই মামলার আসামি সৈয়দুর রহমান ও আক্রম আলীকে ৬০ শতক ভূমি আত্মসাতে সহযোগিতা করেছেন।
আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো দলিল বা রেকর্ড না থাকা সত্ত্বেও আক্রম আলীর নামে রেকর্ড বহাল রাখেন। এতে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে বিশ্বাসভঙ্গ করতঃ ক্ষমতার অপব্যবহার করেছেন। এতে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন জানান দুদক কর্মকর্তা।
এ ঘটনায় ২০১৩ সালের ২৪ নভেম্বর সিলেটের কোম্পানিগঞ্জ থানার একটি মামলায় (নং ২৩) তাকে গ্রেফতার করা হয়। দুদক সিলেটের সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরীর নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে দুদক কর্মকর্তা রণজিৎ কুমার কর্মকার বলেন, কোম্পানিগঞ্জের গুলবাহার বেগম ২০১১ সালে এক ব্যক্তির কাছ থেকে ৬০শতক জমি ক্রয় করেন। ২০১৩ সালের একটি জাল দলিল সৃজন করে তা রেকর্ড করিয়ে নেন ছয়দুর রহমান। এরপর ৩১ ধারায় গুলবাহারের আপিল খারিজ করে ছয়দুর রহমান কর্তৃক আর্থিকভাবে লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহার করে আক্রম আলীর নামে ভূমির মালিকানা রেকর্ড করে দেন ভূমি কর্মকর্তা।
এ ঘটনায় গুলবাহার বাদী হয়ে ভূমি কর্মকতাসহ ৭ জনের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। তদন্তেও এর সত্যতা পাওয়া যায়, বলেন দুদকের এই কর্মকর্তা।