সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ৯:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ আইসিপি সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি ৪১ ব্যাটালিয়নের পক্ষে পরিচালক শাহ আলম বিজিবিএম, পিবিজিএম ও বিএসএফ ১৩১ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী ওঁম প্রকাশ বৈঠক নেতৃত্ব দেন।
অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মো. শাহেদ মেহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বৈঠকে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে দু’জন অফিসার, তিনজন কোম্পানি কমান্ডার, চারজন বিওপি কমান্ডার ও চারজন অন্যান্য পদবীর সদস্যের সমন্বয়ে মোট ১৪ জন এবং বিএসএফের পক্ষে ১৩১ ব্যাটালিয়নের দু’জন স্টাফ অফিসার, তিনজন কোম্পানি কমান্ডার ও আটজন অন্যান্য পদবীর সদস্যের সমন্বয়ে মোট ১৪ জন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।