খুলে ফেলা হলো খাদিজার গলার কৃত্রিম নল, আশায় বুক বাঁধছেন স্বজনরা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ১০:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন।
লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য গলায় লাগানো কৃত্রিম নলও খুলে ফেলা হয়েছে। নতুন করে তার বেঁচে ফেরার আশায় বুক বাঁধছেন স্বজনরা।
বিগত কয়েকদিনে একটু উন্নতির দিকে রয়েছে নার্গিসের শারীরিক অবস্থা। এর আগে ১০ অক্টোবর দুপুরে খাদিজার প্যাসেকটমি করা হয়। এই প্রক্রিয়ায় নার্গিসের মুখ থেকে অক্সিজেন নল সরিয়ে গলার সাথে সংযোগ দেয়া হয়।
গত ৩রা অক্টোবর সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে তাকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
৪ অক্টোবর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে খাদিজা। তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে সরকার।