ভর্তি ফরমের ফি কমানোর দাবিতে শাবি শিক্ষার্থীদের আন্দোলন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৬, ৯:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভর্তি ফরমের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বুধবার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরী বৈঠক ডেকেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকাল সাড়ে ৯ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য আমিনুল হক ভূইয়া। এদিকে, শিক্ষার্থীদের দাবি মেনে ভর্তি ফরমের দাম কমানোর সুপারিশ করেছে শাবির ভর্তি কমিটিও।
অপরদিকে, বুধবার সকাল ৯ টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থা্ন নেওয়ার কথা্ জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ফরমের দাম কমানোর ঘোষণা আসার পূর্ব পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানিয়েছেন ‘‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ”-এর মুখপাত্র সরওয়ার তুষার।
ভর্তি ফরমের দাম কমানোর দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিত মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে শাবি ভর্তি কমিটি। ডি বিল্ডিংয়ে বৈঠক চলাকালে ভবনের সামনে শিক্ষার্থীরাও অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৫টায় বৈঠক শেষ করে ভর্তি কমিটির সদস্যরা উপাচার্য কার্যালয়ে গিয়ে উপাচার্যের সাথে দেখা করেন।
এসময় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরাও উপাচার্যকে ফরমের দাম কমানোর সুপারিশ করেছি। এবং একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছি। কারণ কেবল একাডেমিক কাউন্সিলই ভর্তি ফরমের দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে, ভর্তি কমিটির সদস্যরা বৈঠক শেষে উপাচার্য কার্যালয়ে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীরাও উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় তাঁরা স্লোগানে স্লোগানে ভর্তি ফরমের ফি কমানোর দাবি জানায়।
সন্ধ্যায় ভর্তি কমিটির সাথে বৈঠক করে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার ঘোষণা দিলে আজকের মতো অবস্থান কর্মসূচী তুলে নেন শিক্ষার্থীরা।