শ্রীমঙ্গলে রেলওয়ের মালিকানাধিন অবৈধ ভূমি উচ্ছেদ অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ১১:০৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধিন জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ অভিযান। সোমবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশে কালীঘাট রোডের কয়েকটি দোকান ও বাসা উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদের স্বীকার এক মহিলা জানান, রাঘব-বোয়ালদের দখলীয় জমি উচ্ছেদ না করে শুধু তাদের ঘর উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের নেতৃত্ব দেয়া বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম জানান, শ্রীমঙ্গলে এই মুহুর্তে ১০ একর জমি অবৈধ দখলদাদের কবলে রয়েছে। সোমাবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে তা চলবে আগামী ১৫ দিন।
এদিকে কয়েকটি দোকান উচ্ছেদের পর অভিযান বন্ধ করে দেয়ায় অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে এ অভিযানটি। তবে শ্রীমঙ্গলবাসীর দাবী রেলওয়ের এই ১০ একর জমি দ্রুত উচ্ছেদ করে তা যেন সরকারী কাজে ব্যবহার করা হয়।