সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহীর কার্যালয়ে সরকারদলীয় কাউন্সিলরদের তালা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ১০:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ অনুসারী কাউন্সিলররা।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সোয় ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় এই দুই কর্মকর্তা কার্যালয়ে ছিলেন না।
তালা ঝুলানোর জন্যে কাউন্সিলররা প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়াম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনলেও জানা গেছে, কম মূল্যে একটি কাজের টেন্ডার না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীর কার্যালয় তালা ঝুলিয়ে দেন তাঁরা।
সিসিক সূত্র জানায়, আরিফুল হক মেয়র থাকাকালীন গত বছর সিটি করপোরেশনের মালিকানাধীন লাল দিঘীরপাড় সিটি মার্কেট ভাঙার দরপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে ১ কোটি ৮০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সে সময় মার্কেটের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই টেন্ডার প্রক্রিয়া স্থগিত রাখা হয়। উচ্চ আদালতে রিটের শুনানি রায় সিসিকের পক্ষে আসে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দিতে চাইলে বাধা হয়ে দাঁড়ান সরকারদলীয় বেশ কিছু কাউন্সিলর। তারা সমঝোতার মাধ্যমে ১ কোটি ৫ লাখ টাকায় এই কাজ নিতে চান। এ নিয়ে মূলত ওই দু’জনকে কাযার্লায় তালাবদ্ধ করা হয়।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, মেয়রের অবর্তমানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশনের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে টেন্ডার প্রক্রিয়া এবং কোটেশনের কাজ কিভাবে হচ্ছে আমরা তা জানি না। এমনকি সিটি কর্পোরেশনের মাসিক সভার সিদ্ধান্তও কার্যকর হয় না। এ নিয়ে কাউন্সিলরদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এ ক্ষোভের বহি:প্রকাশ হিসাবে তারা সিটি কর্পোরেশনের শীর্ষ দুই কর্মকর্তার কার্যালয়ে তালা তাগিয়েছেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বর্তমানে তিনি সিলেটের বাইরে রয়েছেন। কার্যালয়ে তালা দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।