খাদিজার ডান হাতে সফল অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ৯:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর স্কয়ার হাসপাতালে অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে অস্ত্রোপচার।
পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানিয়ে চিকিৎসক মেজবাহ সাংবাদিকদের বলেন, হামলায় এই কলেজছাত্রীর দুই হাতের আঙ্গুলসহ বেশকিছু স্থানে গুরুতরভাবে কেটে গেছে।
“তবে যেহেতু তার বাম হাত এখনও অবশ, তাই ওই হাতে কবে অস্ত্রোপচার করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
খাদিজার মামা আব্দুল বাসেত বলেন, “ডান হাতের অপারেশন সফল হয়েছে। বাম হাত অবশ থাকায় চিকিৎসকরা ২/৩ সপ্তাহ পর ওই হাতে অপারেশনের সিদ্ধান্ত জানাবেন বলেছেন।”
গত ৩ অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় খাদিজাকে, যাতে খুলি ভেদ করে তার মস্তিষ্কও জখম হয়।
শনিবার তার হাতের অস্ত্রোপচারের গুরুত্ব জানিয়ে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিকাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেছিলেন, আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের ‘মাসল চেইন’ কেটে যাওয়ায় অস্ত্রোপচার করতেই হবে।