বীর প্রতীক খেতাব প্রত্যাখ্যান করা মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী আর নেই
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
একাত্তরের গণ-যোদ্ধাদের সাহসিক অবদানের স্বীকৃতি না দেওয়ার ক্ষোভে নিজের পাওয়া ‘বীর প্রতীক’ খেতাব প্রত্যাখ্যান করা মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী আর নেই। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য।
রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা দেওয়ান মাহবুবুর রব সাদী ১৯৪২ সালের ১০ মে সিলেটে জন্মগ্রহণ করেন। মাহবুবুর রব সাদীর পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে। তাঁর বাবার নাম দেওয়ান মোহাম্মদ মামুন চৌধুরী এবং মায়ের নাম সৈয়দা জেবুন্নেছা চৌধুরানী। তাঁর স্ত্রীর নাম তাজকেরা সাদী।
তার বাবা দেওয়ান মোহাম্মদ মামুন চৌধুরী মুক্তিযুদ্ধের সময় ৩দিন পাকবাহিনীর হাতে বন্দি ছিলেন।
ষাটের দশকে ছাত্রাবস্থায় তিনি সিলেট ও মৌলভীবাজারে পূর্বপাকিস্তান ছাত্রলীগের একজন সাহসী নিষ্ঠাবান নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে ছিলেন। তিনি মৌলভীবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন।
দেওয়ান মাহবুবুর রব সাদী মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের জালালপুর উপ-সেক্টরের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে বেশ কয়েকটি যুদ্ধ পরিচালিত হয়। এর মধ্যে কানাইঘাট থানা আক্রমণ অন্যতম।
এ মুক্তিযোদ্ধা রাজনীতিক সাদী মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বীর প্রতীক’ উপাধিপ্রাপ্ত হন কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তার গ্রহণ না করার কারণ ছিল এই যে, সাধারণ মানুষজন নিজের জীবন বাজী রেখে পরিবার পরিজন বর্জন করে মুক্তিযুদ্ধে শরিক হয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তার উপরে আর কোন বীরত্ব হতেই পারে না। এছাড়াও পেশাজীবী সামরিক বাহিনীর সৈনিক না হয়েও বহু মুক্তিযোদ্ধা চরম বীরত্বের স্বাক্ষর রেখেছে তাদের কেনো বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হবে না; এই একটিমাত্র কারণে তিনি তার ‘বীর প্রতীক’ উপাধি গ্রহণ করেননি।