শ্রীমঙ্গলে “সবুজপাতার নীলবেদনা” গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ২:০৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কানাডা প্রবাসি লেখিকা অধ্যাপক রেখা পাঠক এর প্রথম রচিত গল্প গ্রন্থ “সবুজপাতার নীলবেদনা” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন হলো। রোববার ১৬ অক্টোবর সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠান স্থানীয় লেবার হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হীরেন্দ্র শেখর রায় চৌধুরী, অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক রমাভজন কৈরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক অবিনাশ আচার্য এবং গ্রন্থলেখিকা রেখা পাঠক বক্তব্যের মাধ্যমে বইটির সাথে তার জীবনীর অভিলাশ ব্যক্ত করেন।