র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ৯:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুই জনকে আটক করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে র্যাব ৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন মিয়াকে কুমিল্লা জেলার সদর থানাধীন মোঘলটুলি এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো শিপন মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পূর্বকালেঙ্গা গ্রামের ছাদির মিয়ার ছেলে। শিপন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। যাহার মামলা নং-১৮। তারিখ-১৮/১১/২০০৯ ইং, জিআর নং-২৯৭/০৯ ইং,দ্রুতবিচার ট্রাইবুনাল (নারী ও শিশু) ৭/১০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধণী/২০০৩) এর ৯ (৩) এর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপন মিয়া।
অপরদিকে ডাকাতি মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রুমেল’কে মৌলভীবাজার থেকে আটক করে র্যাব-৯, শ্রীমঙ্গল। মোঃ রুমেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মধ্য কালেঙ্গা গ্রামের মৌলভী কেরামত আলীর ছেলে।
তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানাতে এ বছরের ৯ সেপ্টেম্বর মাসে একটি ডাকাতি মামলা রয়েছে । শ্রীমঙ্গল থানা মামলা নং-০৭ ।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত কমলগঞ্জ থানা এবং এজাহার নামীয় পলাতক আসামীদ্বয়কে র্যাব-৯, শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।