ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভাদুঘর এলাকায় রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে শুভ (১০) ও পারভেজ (১৪) নামের দুই শিশু।
রোববার (১৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ স্থানীয় কাউছার মিয়ার ছেলে। আর পারভেজ তার আত্মীয়। নানা বাড়িতে বেড়াতে এসেছিলো পারভেজ।
ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় শুভ ও পারভেজ রেললাইনের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনের ক্যামেরায় চলন্ত ট্রেনের ভিডিও করছিল। একই সময় পাশের লাইনে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।